শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরকুট লিখে পালানো সেই ২ ছাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক: নগরীর পল্লবীতে একই পরিবারের নিখোঁজ দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের একটি মহিলা হোস্টেল থেকে তাদের উদ্ধার করা হয়। চিরকুট লিখে তারা ঘর ছেড়ে পালায় বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী পল্লবী থানার এসআই সজিব খান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর ১০ নম্বরের একটি মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন পল্লবী জোনের এসি শাহ কামাল।

এর আগে দুই স্কুলছাত্রীর নিখোঁজের ঘটনায় শুক্রবার সকালে পল্লবী থানায় একটি জিডি করেন নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক।

নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন দশম শ্রেণি ও অপরজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮টায় পল্লবীর ১/৩ নম্বর সড়কে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসা থেকে বের হওয়ার আগে নিখোঁজ দুই শিক্ষার্থী পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। পারিবারিক সম্মানহানির ভয়ে এ চিরকুটের কথা গণমাধ্যমে বলতে নারাজ নিখোঁজের পরিবার।

এ দিকে শুক্রবার অনলাইনে ‘মিরপুর থেকে নিখোঁজ একই পরিবারের ২ স্কুল ছাত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর পরই পল্লবী থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি মহিলা হোস্টেল থেকে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থীরা জানিয়েছে তাদের পরিবার চাইতো তারা যেন ধর্মীয় অনুশাসন মেনে চলাফেরা করে, আর ভবিষ্যতে যাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। কিন্তু তা তাদের পছন্দ না। তারা চাইত স্বাধীন ও ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করতে। অনলাইনে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি দেখে তারা দেশটির ভাষা রপ্ত করেছিল। আর এক পর্যায়ে তারা এ সংস্কৃতির ওপর দুর্বল হয়ে পড়ে। সে দেশে গিয়ে গানের অডিশনে অংশ নিতে তারা চিরকুট লিখে ঘর ছাড়ে।

-যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়