শিরোনাম
◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্প্রীতি বিনষ্টের কোনো ষড়যন্ত্র সফল হবে না : লিয়াকত শিকদার

সনতচক্রবর্ত্তী : [২] সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীর রাতে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার।

[৩] পূজামন্ডপ পরিদর্শনকালে মো. আব্দুর রহমান বলেন, ‘মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোই হলো বড় ধর্ম। একটি চক্র শেখ হাসিনার উন্নয়নের গতির বাধা সৃষ্টি করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। একটি মহল কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে খুজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সম্প্রীতি বিনষ্টের কোন ষড়যন্ত্র সফল হবে না। ’

[৪] অন্যদিকে অ্যাড. লিয়াকত শিকদার বলেন, ‘শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আপনাদের মাঝে এসেছি। কুমিল্লার ঘটনা বিএনপি, জামায়াতের একটি সাজানো নাটক। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এটি একটি চক্রান্ত। এই ঘটনার সাথে জড়িতরা কোনভাবেই ছাড় পাবে না।' এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলিম সম্প্রীতির সাথে বসবাস করছেন। এই সম্প্রীতি কেউ কোনোভাবেই নষ্ট করতে পারবে না।’

[৫] আওয়ামী লীগের এই কেন্দ্রীয় দুই নেতা মো. আব্দুর রহমান ও অ্যাড. লিয়াকত সিকদার শারদীয় দূর্গাপূজার নবমী বৃহস্পতিবার (১৪.১০.২১) রাতে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

[৬] এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সদস্য প্রশান্ত সাহা, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিমান রায়, শেখ তাওহিদুর রহমান মুক্ত, চতুল ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক পরশ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়