স্পোর্টস ডেস্ক : [২] সিডনি ট্রিবিউন বলছে, আইপিএলের শেষ কয়েকটি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশ থেকে বাদ পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়ার্নারের প্রস্তুতি যথাযথ হয়েছে কি না তা নিয়ে সন্দেহর সৃষ্টি হয়েছে। হায়দরাবাদের হয়ে ম্যাচ খেলার সুযোগ না পেলেও ওয়ার্নারের বিশ্বকাপ প্রস্তুতিতে কমতি নেই বলে জানিয়েছেন অ্যারন ফিঞ্চ।
[৩] ক্রিকফ্রেঞ্জি জানায়, এবারের আইপএলে যদিও দ্বিতীয় পর্বে এসে ফর্ম হারিয়ে ফেলায় দল থেকে ছিটকে যান এই অজি ওপেনার। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় ওয়ার্নার থাকছেন কি না সে বিষয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ। বিশ্বমঞ্চে ওয়ার্নারের ওপর তার দল আস্থা রাখছে। - সম্পাদনা : এল আর বাদল