লিহান লিমা: [২] একদম শেষ মূহুর্তে দক্ষিণ পূর্ব এশিয় দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক স্থগিত করতে বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গত ৮ অক্টোবর মিয়ানমারের সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়ানা মায়ুং লুইনসহ আসিয়ানের ১০ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা ছিলো। আল জাজিরা
[৩]জাতিসংঘের এক কূটনৈতিক বলেছেন, সামরিক সরকারের প্রতিনিধির সঙ্গে একই অনলাইন বৈঠক যেন জান্তা সরকারের স্বীকৃতির কোনোরুপ চিহ্ন না হয় তা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন মহাসচিব।
[৪]তিনি আরো বলেন, জাতিসংঘে মিয়ানমারের বর্তমান রাষ্ট্রদূত নির্বাচিত সরকারে প্রতিনিধি কেও মোয়ি তুন। আবার সেনা সরকারের প্রতিনিধিও রাষ্ট্রদূতের আসন দাবী করছেন। তাই জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কে হবেন তা নির্ধারণে সদস্য দেশগুলোর সিদ্ধান্তের আগে যেতে চান না গুতেরেস।