সোহাগ গাজী: [২] দিনাজপুরের চিরিরবন্দর সরকারি কলেজের পাশে সামিমা আক্তার সুমি(১৭) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
[৩] বৃহস্পতিবার (১৪ অক্টোবর)অনুমানিক ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার সুমি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ফলিমারির ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। আব্দুল পুর দিঘারন গ্রামের সাহিদুল ইসলামের মেয়ে ।
[৪] চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোন ট্রেনে কাটা পরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে পঞ্চগড় এক্সপ্রেস হতে পারে বলে ধারনা করা হচ্ছে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।