শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড শিবিরে তাসকিনের জোড়া আঘাত

মাহিন সরকার : [২] সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিং করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। ক্রিজে রয়েছেন গ্যারেথ ডেলানি ও হ্যারি টেক্টর।

[৩] এর আগে, পাওয়ার প্লের প্রথম ৬ ওভার বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবর্নি। ম্যাচের চতুর্থ ওভারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে স্টার্লিং ফিরলেও উইকেটে ছিলেন বালবর্নি। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। তাসকিনের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটেন আইরিশ এ ওপেনার। এরপর তাসকিনের দ্বিতীয় শিকার হয়ে ৯ রান করে মাঠ ছাড়েন জর্জ ডকরেল।

[৪] আইসিসির টেলিভিশন প্রোডাকশন না থাকায় এ ম্যাচটিও দেখা যাবে না কোনও টেলিভিশন চ্যানেলে।

[৫] এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। তার আগে ওমান 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা।

[৬] বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম , আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়