শিরোনাম
◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও)

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএস বাংলার উড়োজাহাজে প্রচণ্ড গরম, হাতপাখার আবেদন জানালেন এমপি

সালেহ্ বিপ্লব, শিমুল মাহমুদ: [২] রাজশাহী-১ আসন থেকে নির্বাটিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ফারুক চৌধুরী এ কথা জানিয়েছেন।

[৩] আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি বেসরকারি উড়োজাহাজ কোম্পানিটির ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহী পৌঁছেন।

[৪] পৌঁছার পর তিনি ফেসবুকে জানান, ‘‘এইমাত্র রাজশাহী এসে পৌঁছাতে পারলাম, ইউ এস বাংলার ফ্লাইটে, প্লেনে প্রচণ্ড গরম, কর্তৃপক্ষে যাত্রীদেরকে একটি করে হাত পাখা দিবার জন্য অনুরোধ করলাম লিখিত ভাবে !!!! সবাই দোয়া করবেন।’’

[৫] ফারুক চৌধুরী এমপি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

[৬] ইউএস বাংলার উড়োজাহাজে এই ভোগান্তির খবর প্রকাশ হওয়ার পর অনেক ভূক্তভোগী তাদের বিড়ম্বনার কথা জানিয়েছেন।

[৭] মো. নয়ন নামের একজন জেদ্দাপ্রবাসী জানান, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার গিয়েছিলেন। উড়োজাহাজের এসি নষ্ট ছিলো। অতিষ্ঠ হয়ে বাচ্চারা হাতপাখা দিয়ে বাতাস করে পুরো পথ কাটিয়েছে।

[৮] এদিকে, ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, আমাদের সব এয়ারক্রাফট ব্রান্ড নিউ। এভরিথিং ইজ ওকে। কোনো এসির সমস্যা নেই।

[৯] তবে অল্প সময়ের ফ্লাইং আওয়ার হওয়ার কারণে এই ঋতুতে কিছুটা সমস্যা হচ্ছে । টারমাকে অপেক্ষমান থাকার সময় উড়োজাহাজের ভেতরে যে তাপ ঢোকে, ফ্লাইট ছাড়ার পর তা ব্যালান্স হতে হতে গন্তব্যে চলে আসে।

সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়