সালেহ্ বিপ্লব, শিমুল মাহমুদ: [২] রাজশাহী-১ আসন থেকে নির্বাটিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ফারুক চৌধুরী এ কথা জানিয়েছেন।
[৩] আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি বেসরকারি উড়োজাহাজ কোম্পানিটির ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহী পৌঁছেন।
[৪] পৌঁছার পর তিনি ফেসবুকে জানান, ‘‘এইমাত্র রাজশাহী এসে পৌঁছাতে পারলাম, ইউ এস বাংলার ফ্লাইটে, প্লেনে প্রচণ্ড গরম, কর্তৃপক্ষে যাত্রীদেরকে একটি করে হাত পাখা দিবার জন্য অনুরোধ করলাম লিখিত ভাবে !!!! সবাই দোয়া করবেন।’’
[৫] ফারুক চৌধুরী এমপি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
[৬] ইউএস বাংলার উড়োজাহাজে এই ভোগান্তির খবর প্রকাশ হওয়ার পর অনেক ভূক্তভোগী তাদের বিড়ম্বনার কথা জানিয়েছেন।
[৭] মো. নয়ন নামের একজন জেদ্দাপ্রবাসী জানান, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে কক্সবাজার গিয়েছিলেন। উড়োজাহাজের এসি নষ্ট ছিলো। অতিষ্ঠ হয়ে বাচ্চারা হাতপাখা দিয়ে বাতাস করে পুরো পথ কাটিয়েছে।
[৮] এদিকে, ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, আমাদের সব এয়ারক্রাফট ব্রান্ড নিউ। এভরিথিং ইজ ওকে। কোনো এসির সমস্যা নেই।
[৯] তবে অল্প সময়ের ফ্লাইং আওয়ার হওয়ার কারণে এই ঋতুতে কিছুটা সমস্যা হচ্ছে । টারমাকে অপেক্ষমান থাকার সময় উড়োজাহাজের ভেতরে যে তাপ ঢোকে, ফ্লাইট ছাড়ার পর তা ব্যালান্স হতে হতে গন্তব্যে চলে আসে।
সম্পাদনা: খালিদ আহমেদ