শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি।

[৩] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

[৪] উল্লেখ্য, বিবিসির এক সংবাদে বলা হয়েছে, বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামন্ডপ থেকে ' কোরআন উদ্ধার'- করে পুলিশ। এর পর বেশ কয়েকটি পূজামন্ডপে হামলা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল।

[৫] এরপরই মন্ত্রনালয় এই নির্দেশনা দেয়।

[৬] সর্বশেষ খবর, শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

[৭] চাঁদপুরের হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দিন সারোয়ার। বিডিনিউজ, যুগান্তর, সময়টিভি, বাংলাদেশ জার্নাল

[৮] ছয় উপজেলায় ৮ প্লাটুন বিজিবি চেয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। চট্টগ্রামের হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, ফটিকছড়িতে ১ প্লাটুন, সীতাকুণ্ডে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন এবং পটিয়ায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়। বাংলানিউজ

[৯] বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কুমিল্লায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনার পেছনে কী রয়েছে, তা উদ্ঘাটন করা হবে। তিনি আরও বলেন, “কুমিল্লার ঘটনা.... আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করে করেছে কি না, এটা দেখার বিষয়। “আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস ....বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক... সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করব প্রকৃত ঘটনা কী?” “প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”  বিডিনিউজ, যুগান্তর

[১০] বুধবারসন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।  জাগোনিউজ, ঢাকাপোস্ট, ইত্তেফাক, বাংলানিউজ, যুগান্তর, বিডিনিউজ

সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়