শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১০:১৮ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, বাসচালককে গণপিটুনি

মারুফ হাসান: [২] সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ধামোদরটুপি এলাকায় সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে।

[৩] বুধবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ধামোদরটুপি এলাকায় সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি ছাতক উপজেলার কৈতক গ্রামে। এছাড়াও এ সময় আরও তিনজন গুরতর আহত হয়েছেন। নিহতরা হলেন, জালাল উদ্দিনের ছেলে হৃদয় ও একই গ্রামের লায়েক ও নাজমুল। তাৎক্ষণিক মুহূর্তে তাদের নাম ও বয়স জানা সম্ভব হয়নি।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন।

[৫] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট অভিমুখে ২ মোটরসাইকেল করে আসছিলেন ছয় আরোহী। রাত ১০টার দিকে মোটরসাইকেল দুটি ধামোদরটুপি নোয়াগাঁও এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে আরও তিনজন গুরতর আহত হয়েছেন।

[৬] আহত তিন জনকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার সিলেট এমএজি ওসমানি মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে রেফার করেন। ধাক্কা দিয়ে বাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে জয়কলশ হাইওয়ে পুলিশ বাসকে জব্দ করে।

[৭] এ সময় সিলেট- সুনামগঞ্জ সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। লাশ তিনটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৮] দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৯] বুধবার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আটক বাসচালক মো. দুলাল মিয়া ময়মনসিংহ জেলার বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়