জেরিন আহমেদ: [২] এই প্রথমবারের মতো তাকে লাঠিতে ভর করে চলাচল করতে দেখলো লন্ডনবাসী। রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবর বড় একটা পাওয়া যায় না। সর্বশেষ ২০১৩ সালে পাকস্থলীর সমস্যা নিয়ে একবার হাসপাতালে ভর্তি হয়ে অল্প কিছুদিন তাকে ভর্তি থাকতে হয়েছিলো। dn
[৩] গত মঙ্গলবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে গির্জার অনুষ্ঠানে দেখা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
[৪] প্রতিবেদনে বলা হয়, ৯৫ বছর বয়সী রানিকে কালো রঙের একটি লাঠিতে ভর দিয়ে মেয়ে প্রিন্সেস অ্যানির সঙ্গে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। রানিকে সচরাচর লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় না। এসময় তার পরনে ছিলো নীল কালারের স্কার্ট
ও টি শার্ট । ফোক্স নিউজ