মাহিন সরকার : [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপ-বিতে থাকা চার দলের মধ্যে নামে ভারে বাংলাদেশই ফেবারিট। বুধবার (১৩ অক্টোবর) আইসিসি তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, বাংলাদেশ ফেবারিট হলেও এই গ্রুপে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
[৩] প্রথম পর্বের সব ম্যাচ হবে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে। নিজেদের মাঠে ওমান তাই কিছুটা বাড়তি সুবিধা পাবে। এটা বোঝা গেছে বাংলাদেশ-ওমান প্রস্তুতি ম্যাচেও। যেখানে ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ৬০ রানের জয় পেলেও বাংলাদেশ বোলারদের ভালোই পরীক্ষা নিয়েছিল ওমান ‘এ’ দলের ব্যাটাররা।
[৪] আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাছাই পর্বে আট দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপের প্রতিটি দলই অন্য দলগুলোর বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই চার দলের মধ্যে সেরা দুই দল যাবে সুপার টুয়েলভে। - আইসিসি