লিহান লিমা:[২] আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সর্বশেষ বিশ্ব অর্থনীতি পূর্বাভাস প্রতিবেদন বলা হয়, ২০২১ সালে বিশ্ব অর্থনীতির টানা পুনরুদ্ধার প্রবণতা বজায় থাকবে, তবে মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি অব্যাহত থাকবে। বৈশ্বিক বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ৫.৯ শতাংশ, তা জুলাই মাসের তুলনায় ০.১ শতাংশ কম। আল জাজিরা
[৩] প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ২০২১ সালে হবে ৪ দশমিক ৬ শতাংশ। ২০২২ সালে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। বাজেটে সরকারি হিসাবে আশা করা হয়েছে চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। পণ্যের উর্ধ্বগতির কারণে চলতি বছর বাংলাদেশে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৬ শতাংশ এবং আগামী বছর এটি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। চলতি হিসাবের ঘাটতি এ বছর জিডিপির তুলনায় ১ দশমিক ১ শতাংশ থাকলেও পরের বছর এই ঘাটতি বেড়ে দেড় শতাংশ পর্যন্ত হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। আইএফএফ.অর্গ
[৪] আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এর সদস্য ১৮৮টি দেশের অর্থনীতি নিয়ে ২০২১ ও ২০২২ সালের প্রক্ষেপণ রয়েছে। ২০২১ সালে ভারতের প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৫ শতাংশ। পাকিস্তানের ৩ দশমিক ৯ শতাংশ, ভুটানের ৪ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কার ৩ দশমিক ৬ শতাংশ। উন্নত দেশগুলোর মধ্যে এ বছর চীনের প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ২ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ, জাপানের প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৩ শতাংশ।