শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন না রিয়াদ ও মুস্তাফিজ

মাহিন সরকার : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, আবুধাবিতে প্রথম প্রস্তুতি ম্যাচে রাত ৮ টায় টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট দল।

[৩] আইপিএলে খেলার কারণে এখনো দলের সাথে যোগ দেননি সাকিব আল হাসান, তার দল কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাওয়ায় শঙ্কা আছে ১৪ অক্টোবরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলা নিয়েও। তবে দলের সাথে যোগ দিয়েছেন আইপিএলে খেলা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। দলের সাথে যোগ দিলেও আজকের প্রস্তুতি ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি মুস্তাফিজুর রহমান, আইপিএলে খেলার মধ্যে থাকায় তার আলাদা করে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট।

[৪] তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্রামেই রাখা হতে পারে মুস্তাফিজকে। হাবিবুল বাশার বলেন, বিশ্বকাপের ভেন্যু থেকে ভেন্যুতে (আরব আমিরাতে) ঘুরেই সে খেলছিল। কাজেই এই প্রস্তুতি ম্যাচে ওর না খেলারই সম্ভাবনা বেশি।

[৫] আজকে ম্যাচে খেলবেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও, পিঠের ইঞ্জুরিতে ভোগা রিয়াদকে খেলানোর ঝুঁকি নিতে চায় বাংলাদেশ। ওমান এ দলের বিপক্ষে ম্যাচেও একই কারণে খেলেননি রিয়াদ, চোট নিয়ে শঙ্কা না থাকলেও সতর্কতার অংশ হিসেবে আজও মাঠে নামবেন না তিনি।

[৬] রিয়াদের খেলা প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই, রিয়াদের হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে, যে কারণে আমরা কোন ঝুঁকি নিচ্ছি না।

[৭] এরপরই রিয়াদকে বিশ্রামের দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন হাবিবুল বাশার। তিনি আরও বলেন, ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।

[৮] আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল, প্রথম পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়