শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন না রিয়াদ ও মুস্তাফিজ

মাহিন সরকার : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, আবুধাবিতে প্রথম প্রস্তুতি ম্যাচে রাত ৮ টায় টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট দল।

[৩] আইপিএলে খেলার কারণে এখনো দলের সাথে যোগ দেননি সাকিব আল হাসান, তার দল কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাওয়ায় শঙ্কা আছে ১৪ অক্টোবরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলা নিয়েও। তবে দলের সাথে যোগ দিয়েছেন আইপিএলে খেলা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। দলের সাথে যোগ দিলেও আজকের প্রস্তুতি ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি মুস্তাফিজুর রহমান, আইপিএলে খেলার মধ্যে থাকায় তার আলাদা করে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট।

[৪] তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্রামেই রাখা হতে পারে মুস্তাফিজকে। হাবিবুল বাশার বলেন, বিশ্বকাপের ভেন্যু থেকে ভেন্যুতে (আরব আমিরাতে) ঘুরেই সে খেলছিল। কাজেই এই প্রস্তুতি ম্যাচে ওর না খেলারই সম্ভাবনা বেশি।

[৫] আজকে ম্যাচে খেলবেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও, পিঠের ইঞ্জুরিতে ভোগা রিয়াদকে খেলানোর ঝুঁকি নিতে চায় বাংলাদেশ। ওমান এ দলের বিপক্ষে ম্যাচেও একই কারণে খেলেননি রিয়াদ, চোট নিয়ে শঙ্কা না থাকলেও সতর্কতার অংশ হিসেবে আজও মাঠে নামবেন না তিনি।

[৬] রিয়াদের খেলা প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই, রিয়াদের হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে, যে কারণে আমরা কোন ঝুঁকি নিচ্ছি না।

[৭] এরপরই রিয়াদকে বিশ্রামের দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন হাবিবুল বাশার। তিনি আরও বলেন, ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।

[৮] আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল, প্রথম পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও স্কটল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়