শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১০:৫৮ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেক হাসপাতালে রোগীর কাছ থেকে মোবাইল চুরি করতে গিয়ে আটক এক যুবক

মুস্তাফিজুর রহমান: [২] সোমবার (১১,অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। পরে তাকে ঢামেকে দ্বায়িত্বরত আনসারা তাকে আটক করে হাসপাতালে একটি গাছের সাথে তাকে বেধে রাখে দীর্ঘ সময়। পরে সেখান থেকে তাকে আনসারা তাকে প্রশাসনিক ভবনে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান।

[৩] সেখান থেকে আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহআলম ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়িকে অভিহিত করেন।

[৪] ঢামেক পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, বিষয়টি সংবাদ পেয়ে সেখানে যাই। এবং বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অভিহিত করি। এবং আটক পিন্টুকে আমাদের হেফাজতে আনা হয়।
পরে শাহবাগ থানার উপপরিদর্শক এসআই রাশেদুল ইসলাম পিন্টু কে আটক করে থানায় নিয়ে যায়।

[৫] এ বিষয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, আমাদের এখানে রোগীর থেকে প্রায়ই চুরির ঘটনার অভিযোগ পেয়ে থাকি। এবং প্রতিনিয়ত ধরাও পরে, এবং তাদের কে থানায় দেয়া হয়।
তিনি বলেন, যে ছেলেটা কে আটক করা হয়েছে, এর আগেও তাকে তিন বার একই অভিযোগে আটক করা হয়েছিল। এবং থানায়ও দেয়া হয়েছে। কিছুদিন পর আবার বের হয়ে পুনরায় চুরি করতে আশে। তিনি বলেন, আমাদের এখানে বেশির ভাগ রোগীরাই গরিব, তারা কেউ মামলা করতে চায় না। যার ফলে আইনি ফাঁকফোকরে দ্রুত বের হয়ে একই কাজ করে বেরায়। তিনি বলেন আমরা একটি অভিযোগ দিয়ে তাকে থানায় দিয়েছি। ঐ ছেলে টি চিহ্নিত চোর।

[৬] বেশ কয়েক ঘন্টা তাকে গাছের সাথে বেধে রাখা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি শুনার পর পর তাকে আমার এখানে আনা হয়েছে।

[৭] আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহআলম বলেন, পিন্টু চিহ্নিত চোর সে হাতে নাতে আটক হয়েছে। আমাদের আনসার সদস্য আশরাফ তাকে আটক করে রেখে ছিল।

[৮] বেশ কয়েক ঘন্টা তাকে গাছের সাথে বেধে রাখা হয়েছে, এ ব্যাপারে তিনি বলেন, এটা অন্যায় করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেয়া হবে।তিনি আরও বলেন, আশরাফ আমাদের জানিয়েছেন, সে বেশ কিছু সময় ধরে আটক করে রেখেছিল। তার প্রশাব ধরায়, তাকে বেধে রেখে সে বাথরুমে গিয়েছিল।

[৯] তিনি বলেন আগের দিনও এক লোকের মোবাইল চুরি হয়েছিল। আজ কে একজনের। আমরা দু'জনকেই থানায় পাঠিয়েছি।

[১০] পিন্টু কামরাঙ্গীচর আবুসাঈদের ভিটায় থাকে। তার বাবার নাম মজিবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়