স্পোর্টস ডেস্ক: [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেয়াদ শেষ হচ্ছে ভারতের হেড কোচ রবি শাস্ত্রীর। নতুন মেয়াদে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে চুক্তিবন্ধ হবেন না তিনি।
[৩] ভারতের পরবর্তী কোচের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে অনেকের নামই সামনে আসছে। সেই তালিকার অন্যতম একজন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এবং বর্তমানে কোচ টম মুডি। জানা গেছে, সে নিজেই কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন।- ক্রিকবাজ
[৪] ভারতের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হিসেবে টম মুডির দায়িত্ব পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। কারণ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পরিচালক ও কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পাল করেছেন তিনি। আর সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মালিকরা ভারতীয় বোর্ডে খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। সেই হিসেবেই তাদের মাধ্যমেই ভারতের পরের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুডি।- হিন্দুস্থান টাইমস। সম্পাদনা: রাহুল রাজ।