শিরোনাম
◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চক্ষুদানের মধ্য দিয়ে কাল শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী

সুজিৎ নন্দী: [২] সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মঙ্গলবার মহাসপ্তমী। প্রতিটি পূজামণ্ডপে ধূপ-ধুনো, বেল-তুলসি আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ১৬টি উপাচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করা হবে।

[৩] ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানও করা হবে। সব পূজামণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আর্শীবাদ চেয়ে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন। এরপর মহাপ্রসাদ বিতরণ করা হবে।

[৪] পুরাণ মতে, মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশীষ নিয়ে পূজার পিঁড়িতে বসেন হিমালয় নন্দিনী দেবী দুর্গা। দেহ শুদ্ধি, অঙ্গ শুদ্ধি সেরে শুরু হবে পূজা অর্চনা। বেজে ওঠবে ঢাক-ঢোল, খোল-কাঁসাসহ বিভিন্ন ধরনের বাদ্য-বাজনা। পূজামণ্ডপ গুলো শঙ্খধ্বনিতে মুখরিত হবে।

[৫] এরপরে সকাল ৮টা ৪৭ মিনিট থেকে সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। এরপর দেবীর চরণে সব বয়সী ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন। পূজা শেষে দুপুরে দুঃস্থদের মাঝে বস্ত্র ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

[৬] সন্ধ্যায় আবারো পূজা অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে মহাসপ্তমীর পূজা। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে দুঃস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হবে।

[৭] ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, গুলশান পূজামণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার মুহুর্মুহু বাজনায় আর ভক্তদের পূজা অর্চনা ও উচ্ছ্বাসে পূজামণ্ডপগুলো মুখরিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়