শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চক্ষুদানের মধ্য দিয়ে কাল শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী

সুজিৎ নন্দী: [২] সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মঙ্গলবার মহাসপ্তমী। প্রতিটি পূজামণ্ডপে ধূপ-ধুনো, বেল-তুলসি আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ১৬টি উপাচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করা হবে।

[৩] ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানও করা হবে। সব পূজামণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আর্শীবাদ চেয়ে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন। এরপর মহাপ্রসাদ বিতরণ করা হবে।

[৪] পুরাণ মতে, মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশীষ নিয়ে পূজার পিঁড়িতে বসেন হিমালয় নন্দিনী দেবী দুর্গা। দেহ শুদ্ধি, অঙ্গ শুদ্ধি সেরে শুরু হবে পূজা অর্চনা। বেজে ওঠবে ঢাক-ঢোল, খোল-কাঁসাসহ বিভিন্ন ধরনের বাদ্য-বাজনা। পূজামণ্ডপ গুলো শঙ্খধ্বনিতে মুখরিত হবে।

[৫] এরপরে সকাল ৮টা ৪৭ মিনিট থেকে সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। এরপর দেবীর চরণে সব বয়সী ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন। পূজা শেষে দুপুরে দুঃস্থদের মাঝে বস্ত্র ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

[৬] সন্ধ্যায় আবারো পূজা অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে মহাসপ্তমীর পূজা। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে দুঃস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হবে।

[৭] ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, গুলশান পূজামণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার মুহুর্মুহু বাজনায় আর ভক্তদের পূজা অর্চনা ও উচ্ছ্বাসে পূজামণ্ডপগুলো মুখরিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়