হাবিবুর রহমান: [২] বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ৪০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজের মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
[৩] ১০ অক্টোবর গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে কক্সবাজার নেওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
[৪] আটককৃতরা হলো রেজাউল করিম ওরফে রাজাইয়া (৩০), মো. আমিন (২৪), মো. আবু বক্কার (২২), মো. রমিজ উদ্দীন (২০)। তারা সবাই কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বাসীন্দা বলে জানা গেছে।
[৫] নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।