শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছরের সবচেয়ে বড় লটের নিলামের আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টম, এবারের নিলামে উঠছে ১২৪ লট পণ্য

রিয়াজুর রহমান: [২] এর আগে গত ২৯ সেপ্টেম্বর ৭৫ লট পণ্য নিলামে তোলা হয়েছিল। এবার ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের মত দামি বিলাসবহুল গাড়ি, ক্রেন, টাগ বোর্ড, প্রাইম মুভার, স্কুটারসহ বিভিন্ন ব্র্যান্ডের জাপানি ও ভারতের গাড়ির নিলাম আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

[৩] নিলামে ৬ কোটি ১৯ লাখ ৫ হাজার ৮৭২ টাকা মূল্যের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রইজার, ১ কোটি ২৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকার একটি থ্রি হুইলার গাড়ি, ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার একটি জার্মানি ভলক্স ওয়াগন কার, ৭১ লাখ ৪৯ হাজার ১১৯ টাকা মূল্যের কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ, ৫১ লাখ ৭৬ হাজার ৪১ টাকা মূল্যের ডিথ্রিএস মডেলের একটি ভারতীয় গাড়ি, ৩১ লাখ ২৫ হাজার ৪৩৫ টাকার সাদা রঙের জাপানি প্রাইম মুভার, ২৯ লাখ ৮২ হাজার ৯১৯ টাকা মূল্যের হলুদ রঙের প্রাইম মুভার, ২৩ লাখ ৭৮ হাজার ৭৬২ টাকা মূল্যের জাপানি টয়োটা মাইক্রোবাস, ২১ লাখ ৩৩ হাজার ৮৫৬ টাকা মূল্যের সাদা রঙের নিশান মাইক্রোবাস নিলামে তোলা হচ্ছে।

[৪] চট্টগ্রাম কাস্টমস হাউসসূএে জানা গেছে, আসন্ন নিলামে ১৫২ কেজি সালফিউরিক এসিড, ৩ কেস টেক্সটাইল কেমিক্যাল, ৩৯ লাখ ৫০ হাজার ৪৩৭ টাকা মূল্যে ১৫ হাজার ৫শ কেজি ড্রাগণ ফল, ৪ হাজার ৯২৭ রোল ফেব্রিক্স পণ্য, ৬২ কার্টন প্লাস্টিক হ্যাঙ্গার, ২০ ব্যাগ জিংক অক্সাইড, ৩১ হাজার ২০৫ টাকা মূল্যের রেডিম্যাড গার্মেন্টস পণ্য, ১৯৫ কার্টন জেন্টস আন্ডারওয়্যার, ৭ কার্টন পেপার ট্যাগ, ১ কার্টন ল্যাবরেটরি পণ্য, ৭৪ কার্টন হ্যান্ড গ্লোভস, ৫৭০ রোল ফ্লোর ম্যাট, ৭৬২ ব্যাগ অ্যালুমিনিয়াম পাউডার, ৩ কার্টন কটন ড্রকর্ড, ৩৪ হাজার ৮৫৬ টাকার পুস্তক, ৯১ পিস জংধরা ছিদ্রযুক্ত ড্রাম, ৩ লাখ ১৭ হাজার ৪৮৩ টাকার নাইলনের রোপ, ৫২ হাজার ৯১৩ টাকা মূল্যের ওয়্যার রোপ, ১৮ পিস স্ট্যান্ড ও ওয়াল ফ্যান, ২ হাজার ২৭২ কার্টন কার্বনেটেড ক্যান ড্রিংকস লেভেল, ৮ হাজার ৯৮৫ পিস কসমেটিক পণ্য, ১৩ হাজার ৫৫০ কার্টন জুস, ১৫শ কার্টন এলাচ, ৩শ ড্রাম স্টাবলাইজার পণ্য, ১ হাজার ৫৫ বক্স চকলেট নিলামে তোলা হচ্ছে।

[৫] তাছাড়া ১৮ লাখ ৪ হাজার ৫৫৫ টাকা মূল্যের ৮০ ড্রাম সাইক্লো হেক্সানোয়ান, ৪৯ লাখ ৬৫ হাজার ২৬১ টাকার ভারতীয় বেবি ডায়াপার, ৮ হাজার ৩২০ ব্যাগ পলি প্রপিলেন, ১ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৭১১ টাকার মেটাল এংগেল, ৩১ লাখ ৮৫ হাজার ৭৫৭ লাখ টাকার জুতা, ১৫ কার্টন লেইস ফিতা, ১ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৯৫৯ টাকার পলেস্তার, ৬ হাজার ৪৮ লিটার ভিনেগার, ১ হাজার ৩২৭ কার্টন হ্যান্ড স্যানিটাইজার পণ্য, ২ হাজার ৮০৯ কার্টন বাচ্চাদের খেলনা, ৮৫৭ কার্টন গ্রে হ্যারিনা শ্রিম্প, ৮ লাখ ৭৫ হাজার ৬৭ টাকার খেঁজুর, ২৪৮ স্ল্যাব গৃহস্থালি পণ্য, ৫৩ হাজার কেজি এমপিইটি ফিল্ম, ১১ হাজার ৩৩৮ জোড়া জুতা, ১শ কার্টন সুইচ সকেট, ৫২০ ব্যাগ ওটস, ৩৪৬ পিস মরিচা পড়া বনেট, ৬৫০ কেজি ওজনের স্টিল রেক, ১ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৭১৯ টাকার বাইসাইকেল পার্টস, ৮৭ ইউনিট ইলেকট্রিক বেহিক্যালস, ৩৬ লাখ ৫০ হাজার ৬৭৯ টাকার ন্যাচারাল স্লেইট স্টোন, ১১ লাখ ৯৯ হাজার ৮৮৮ টাকার টু হুইলার লিফট, ৪৩ কার্টন সিরামিক পণ্য, ২৩০ কার্টন টাইলস, ৮ ড্রাম ট্রান্সফরমার ওয়েল, ১ ড্রাম হাইড্রলিক তেল, ৪শ পিস গৃহস্থালি পণ্য, ৯ হাজার ৭৫৮ টাকার ওয়াশিং মেশিন, ৩৬ ড্রাম ফিনল সলিড, ২২ ড্রাম জন্তুর চর্বি, ৭ হাজার জোড়া আই গ্লাস ফ্রেম, ৬ হাজার পিস ব্যাডমিনটন কর্ক, ১৬ হাজা্র ৮শ পিস ওয়াপার পিউরিফাইয়িং ফিল্টার, ৪২০ পিস ফিল্টার হাউসিং, ৩০৪ কেজি এয়ার কমপ্রেসার, ৫৩০ কেজি আয়রন রোপ, ৯ টন আইরন স্ক্যাপ, ৫শ কেজি আয়রন প্লেট, ১১শ ৩০ মিটার ওয়্যার রোপ পণ্য উঠছে নিলামে।

[৬] সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশন বরাবরের মতো এই নিলাম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মোরশেদ বলেন, রোববার (১০ অক্টোবর) থেকে নিলামের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নিলামে অংশ নিতে হলে ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ২শ টাকা দরে ক্যাটালগ ও ১শ টাকা দরে দরপত্র সংগ্রহ করা যাবে।

[৭] আগামী ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডার বক্সে দরপত্র জমা দিতে হবে। পাশাপাশি আগামী ১১, ১২ ও ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিক্রয়যোগ্য পণ্য পরিদর্শন করতে পারবেন বিডাররা।

[৮] চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম শাখা) আলী রেজা হায়দার গনমাধ্যমকে বলেন, বন্দরে কনটেইনার জট এড়াতে প্রতিমাসে দুই থেকে তিনটি নিলাম ডাকার চেষ্টা করা হয়। এবারের নিলামটি তুলনামূলক বড়। আগামি ১৭ অক্টোবর বেলা আড়াইটায় ১২৪ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ৭৫ লট পণ্য নিলামে তোলা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়