শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারের বিশ্বকাপে থাকছে রিজার্ভ ডে

স্পোর্টস ডেস্ক: [২] দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টির এই মেগা আসর। সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্বকাপ আসরের সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে।

[৩] ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর জোরালো হয় বৈশ্বিক আসর ও বড় টুর্নামেন্টে রিজার্ভ ডে রাখার দাবি। এরই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে রিজার্ভ ডে। তবে তা শুধু সেমিফাইনাল ও ফাইনালের জন্য।

[৪] বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। ১১ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালের মহারণ অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। এই তিনটি ম্যাচেই একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

[৫] এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ সম্পন্নের জন্য ইনিংস প্রতি ৫ ওভার খেলা বাধ্যতামূলক হলেও সেমিফাইনাল ও ফাইনালে প্রতি ইনিংসে ন্যূনতম ১০ ওভার খেলা হতে হবে বলে নিয়ম প্রণয়ন করেছে আইসিসি।

[৬] বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির আশ্রয় নিতে হলে প্রতি ইনিংসে কমপক্ষে ১০ ওভার খেলা সম্পন্ন হতে হবে। এছাড়া এবার প্রতিটি ম্যাচের প্রতিটি ইনিংসে দলগুলো দুটি করে রিভিউ নিতে পারবে। টি- টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হবে। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়