আল আমীন: [২] ময়মনসিংহের ভালুকায় মা কে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়।
[৩] সোমবার (১১ অক্টোবর ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করে।
[৪] রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট কবীর উদ্দিন ভূইয়া জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ডুগুলিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মা মরিয়ম বেগমকে দা দিয়ে কুপিয়ে খুন করে ছেলে মো. মস্তুফা(৫০)। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন।
[৫] এ ঘটনায় নিহতের অপর ছেলে মো. শাহ জালাল বাদি হয়ে ঘটনার দিনই ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।
[৬] ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পুলিশ আদালতে মো. মস্তুফাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।