সুজন কৈরী : [২] রাজধানীর খিলক্ষেতের একটি বাড়ি থেকে শনিবার রাতে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মৃত চিকিৎসক হলেন- মাহফুজা আক্তার মুন্নি (২৫)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিএস পাশ করেছেন।
[৩] ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার হুমায়ুন কবীর জানান, এমবিবিএস শেষ করে কোচিং সেন্টারে ‘কোর্স’ সম্পন্ন করতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর ৩ নম্বর রোডের একটি বাড়িতে রুম ভাড়া নিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে থাকতেন। তার রুমমেট গ্রামের বাড়ি গেছেন। মুন্নি একাই ছিলেন। দীর্ঘ সময় ডাকাডাকি করে সারা না পেয়ে পাশের রুমের কয়েকজন দরজা ভেঙে দেখেন মুন্নি গলায় ওড়না পেঁচিয়ে সিলিংয়ে ঝুলছেন।
[৪] তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা। তারপরেও আমরা তদন্ত করে দেখছি, এটার পেছনে অন্য কোনও কারণ আছে কি না। মরদেহ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
[৫] পরিবারের সদস্যদের বরাত দিয়ে খিলক্ষেত থানার এসআই সাবরিনা রহমান মৌরী জানান, কদমতলীর উত্তর মুরাদপুরের নুর আহামেদ খানের মেয়ে মুন্নি তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয়। মুন্নি খুবই ঠান্ডা মেজাজের ছিলেন। তার অন্য কোনও সমস্যা ছিলো না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।