শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডব্লিউএইচও-এফডিএ অনুমোদিত টিকা নিলে যাওয়া যাবে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক: [২] বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সর্বশেষ দেওয়া এ নির্দেশনা অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত করোনার টিকা নেওয়া থাকলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যাবে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ কথা জানিয়েছে।

[৩] এর আগে গত ২০ সেপ্টেম্বর হোয়াইট হাউজ জানিয়েছিল, নভেম্বর থেকে করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে ৩৩ দেশের নাগরিকদের জন্য আকাশপথে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ওই তালিকায় ছিল চীন, ভারত, ব্রাজিলসহ ইউরোপের বেশির ভাগ দেশ। তবে করোনার কোন টিকার পূর্ণ ডোজ নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মিলবে, সেটি তখন জানানো হয়নি।

[৪] নতুন নির্দেশনা অনুযায়ী ছয়টি প্রতিষ্ঠানের টিকা নেওয়া থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে বলে সিডিসির এক মুখপাত্র জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও ডব্লিউএইচও ঐ টিকাগুলোর অনুমোদন দিয়েছে। তবে ছয় প্রতিষ্ঠানের নাম এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। সিডিসি জানিয়েছে, কোন কোন টিকা নিলে বিদেশি পর্যটকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন চলতি সপ্তাহের শুরুতে তা এয়ারলাইনসগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। বাকি নির্দেশনা ও তথ্য তাদের পরবর্তী সময়ে জানানো হবে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে সন্তোষজনক বলে উল্লেখ করেছে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনসসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক জোট ‘এয়ারলাইনস ফর আমেরিকা’। আগে থেকেই ডব্লিউএইচও অনুমোদিত টিকাগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে গ্রহণের জন্য মার্কিন প্রশাসনকে চাপ দিয়ে আসছিল বিভিন্ন দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়