শিরোনাম
◈ ভাঙ্গায় সাউন্ড বক্স বাজাঁনোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫ ◈ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ-মশাল মিছিল (ভিডিও) ◈ ফরিদপুরে গ্যাসের আগুনে পুড়ল বসতবাড়ি, ১০ লাখ টাকার ক্ষতি ◈ এবার নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার ◈ সুন্দরবনের দুবলার চরে শুটকি মৌসুমে ডাকাত আতঙ্ক, সংরক্ষিত বন থেকে শুটকি পল্লি সরানোর উদ্যোগে বন বিভাগ ◈ রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি ◈ কিশোরগঞ্জে সার সংকটে বিপাকে কৃষকরা ◈ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল ◈ ঢাকায় সোমবার নারী কাবা‌ডি বিশ্বকাপ শুরু, যমুনায় ট্রফি উম্মোচন কর‌লেন প্রধান উপ‌দেষ্টা ◈ ‌শেষ ম‌্যা‌চে ১০-৩ গো‌লে বাংলা‌দেশ‌কে হারা‌লো পা‌কিস্তান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে বসে যারা সাইবার ক্রাইম চালাচ্ছে তাদের বিচার হবে: স্বরাষ্ট্র মন্ত্রী

স্বপন দেব: [২] বিদেশে বসে যারা সাইবার ক্রাইম চালাচ্ছে সেসবই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে তাহলে এদেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে। একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৩] শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উম্মোচন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

[৪] পরে থানা প্রাঙ্গনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন করের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৫] বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি মো. নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মমীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।

[৬] সুধী সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সরকারি কর্মকর্তা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৭] গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ও স্থাপত্য অধিদফতরের বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩ শত ৫০ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভিত বিশিষ্ট চারতলা আধুনিক জুড়ী থানা ভবন নির্মাণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়