লিহান লিমা: [২] গবেষকরা দেখেছেন, মহামারী মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। পুরুষ বা বয়স্কদের তুলনায় নারী এবং তরুণরা আক্রান্তের সবচেয়ে ঝুঁকিতে ছিলেন।
[৩]কোভিড পূর্ববর্তী সময়ের চাইতে ৭ কোটি ৬০ লাখ এবং ৫ কোটি ৩০ লাখ বিষণ্নতার ঘটনা শনাক্ত হয়েছে। এই ১ জানুয়ারি ২০২১ থেকে ২৯ জানুয়ারি ২০২১ পর্যন্ত তারা এই গবেষণা চালান।
[৪]কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের লেখক ড্যামিয়পান স্যান্টোমারো বলেন, ‘স্কুল বন্ধ বা পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ার কারণে নারীদেরই যত্নশীল থাকতে হচ্ছে এবং দায়িত্ব বাড়ছে। কম বেতন, কম সঞ্চয় এবং পুরুষদের তুলনায় নিরাপদ কর্মসংস্থানের কারণে মহামারী চলাকালীন তাদের আর্থিক ক্ষতি সম্ভাবনাও বেশি। অন্যদিকে স্কুল এবং উচ্চশিক্ষা বন্ধ হওয়ার কারণে তরুণরা প্রভাবিত হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে তারা সমবয়সীদের সঙ্গে মিশতে পারে নি। তাদের বেকারত্ব বেড়েছে।