শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:০৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বকৃত নোমান: জ্ঞান কেবলই আলেয়ার মতো পথিককে বিভ্রান্ত করে

স্বকৃত নোমান: জ্ঞানের বাস অনেক গভীরে। চারদিকে সে অজ্ঞানের আচ্ছাদন দিয়ে রাখে। পেঁয়াজ যেমন। তার অনেক খোসা। একটার পর একটা। খোসাগুলো ছাড়ানো সহজ নয়। ছাড়াতে গেলে চোখ জ্বালা করে। অশ্রæর বিসর্জন দেওয়া লাগে। তারপর ভেতরে পাওয়া যায় একটা চিকন সাঁশ। সেটাই জ্ঞান। সেটাই পরম বস্তু। বইপুস্তক জ্ঞান নয়, জ্ঞানের বাসস্থানে যাওয়ার রাস্তা। ছুরিও বলা যেতে পারে।

জ্ঞান তার চারদিকে অজ্ঞানের যে পর্দা দিয়ে রেখেছে, এই ছুরি দিয়ে তা সরাতে হয়। সরানোটা এতো সহজ নয়। জ্ঞান কেবলই আলেয়ার মতো পথিককে বিভ্রান্ত করে। বিভ্রান্তি ঠেলে অজ্ঞানের পর্দা সরাতে সরাতে হদিস মেলে জ্ঞানের। যে হদিস পায় সে চুপ হয়ে যায়। এতো বকে না। সে কারণেই বাংলার কবি বলেন, ‘ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায় মুখ খুলে না/ সে যে গভীর জলে যায় গো চলে কিনার দিয়ে আর চলে না।’ লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়