নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানীতে ১২ দিনের সফরের উদ্দেশে আগামীকাল শনিবার সকালে ঢাকা ত্যাগ করবেন। এনটিভি অনলাইন
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে।
প্রেস সচিব আরও বলেন, ‘রাষ্ট্রপ্রধান ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন।
জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।