শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৫৫ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে জব্দকৃত ওই মাছ ধরার নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৩] উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল ও পুতন্তিপাড়া এবং পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজি বিল থেকে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় প্রায় ৯ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে ভস্মীভূত করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

[৪] এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনটি বিল থেকে ওই নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়