মাসুদ আলম: [২] বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, বুধবার গভীর রাতে গাজীপুর কাপাসিয়া আসামি মো. রাকিবকে গ্রেপ্তার করা হয়। রাকিবের দূরসম্পর্কের মামা ইলিয়াস শেখ ব্যবসার জন্য একটি এনজিও থেকে লোন নেয়। লোনের টাকা জুয়া খেলে সব হারান ইলিয়াস। লোনের টাকা জোগাড় করতে তারা দুইজন পরিকল্পনা করে ইজিবাইক ছিনতাই করবে।
[৩] তিনি আরও বলেন, ছিনতায়ের ইজি বাইক বিক্রি করে অর্থ জোগাড় করবেন। পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ২৭ মে সকালে তালের শাঁস কেনার কথা বলে ভিকটিম শাহাবুদ্দিন শেখের ইজিবাইক ভাড়া করেন তারা। কৌশলে ভিকটিমকে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আড়িয়াল ইউনিয়নের উত্তর কুড়মিরা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইলিয়াস ও রাকিব। ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।