শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিনতাইয়ের নাটক করে দুলাভাইয়ের পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের মধুখালিতে শ্যালক কর্তৃক ছিনতাইয়ের নাটক করে দুলাভাইয়ের পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

[৩] থানা সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এফ এম এ মুছা (৫০) পেশায় একজন স্কুল শিক্ষক। স্থানীয় ভীমপুর উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন।

[৪] বছর খানেক পূর্বে তিনি তার চাচাতো শ্যালক রাজবাড়ী জেলার উদয়পুর গ্রামের বাসিন্দা অনিক ইসলাম রনির নিকট থেকে দশ লাখ টাকা ধার নেন। এরপর তিনি সেই টাকা পরিশোধও করে দেন। টাকা লেনদেন সংক্রান্ত উভয়ের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে।

[৫] এক পর্যায়ে রনি তার দুলাভাই এফ এম এ মুছার নিকট ভেকু ক্রয়ের কথা বলে পাঁচ লাখ টাকা ধার চায়। গত ৫ অক্টোবর বিকেল পৌনে ছয়টার দিকে মধুখালি উপজেলা পরিষদের মূল প্রবেশ পথের একশ গজ পূর্বে বনমালিদিয়া নামক স্থান থেকে এফ এম এ মুছা তার শ্যালক রনিকে পাঁচ লাখ টাকা দেন। এ সময় মধুখালি থেকে ফরিদপুরগামী একটি ডিসকভার মোটরসাইকেলের দুই আরোহী রনির হাত থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে এফ এম এ মুছা মধুখালি থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।

[৬] ব্যাপক তদন্ত শেষে থানা পুলিশ নিশ্চিত হয় ছিনতাইয়ের বিষয়টি রনির সাজানো নাটক। জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে যে সে আর্থিক সংকটের কারণে এই ছিনতাই নাটক ঘটিয়েছে। এরপর রনির স্বীকারোক্তি মোতাবেক টাকা ছিনতাই নাটকের সাথে জড়িত রাজবাড়ী জেলার সদর থানার উদয়পুর গ্রামের আকবর হোসেন চানের ছেলে জাকির হোসেন সবুজ (২৫)কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর সহযোগী একই জেলার সদর থানাধীন রাজাপুর গ্রামের শুকুর আলী মোল্যার ছেলে মাসুদ মোল্যার (৩৭) বাড়ি থেকে ছিনতাই নাটকে অংশ নেয়া ডিসকভার মোটরসাইকেল এবং ছিনতাইকৃত পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

[৭] এ ব্যাপারে ওই স্কুল শিক্ষক এফ এম এ মুছা বাদি হয়ে মধুখালি থানায় বুধবার (৬ অক্টোবর) ছিনতাইয়ের মামলা করেছেন।

[৮] এ ব্যাপারে মধুখালি থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়