শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে মিউজিশিয়ান পার্থ গ্রেপ্তার

তোফাজ্জল লিটন, নিউইয়র্ক, নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ কিবোর্ড বাদক পার্থ গুপ্তকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। প্রেসেন্ট ১১৫ থেকে ৪ অক্টোবর সন্ধ্যায় পার্থকে ডেকে নিয়ে গ্রেফতার করা হয়। একদিন জেলহাজতে থাকার পর ৫ অক্টোবর পুলিশ থাকে ক্রিমিনাল কোর্টে বিচারকের সামনে উপস্থিত করেন।

বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করে মামলার বাদী শাহনেওয়াজ থেকে সর্বপ্রকার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। অন্যতায় সাত বছরের জেল। পার্থর মামলার ডকেট নাম্বার CR-020560-21QN। আগামী ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার বাদী জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এর সভাপতি শাহনেওয়াজ বলেন, দুই সপ্তাহ আগে স্থানীয় প্রিসেন্টে পার্থ গুপ্ত থেকে আমার নিরাপত্তা চেয়ে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে স্কাইল নামের একজন গোয়েন্দা কর্মকর্তা বিষয়টি তদন্ত করে তাকে প্রেসেন্ট ডেকে নিয়ে গ্রেফতার করেন।

শাহনেওয়াজ বলেন, পার্থ গুপ্ত দীর্ঘদিন ধরে আমি এবং আমার পরিবারকে নানান ধরনের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ যখন প্রাণনাশের হুমকি দেয় তখন আমি প্রমান সহ এই মামলা দায়ের করি। এর আগেও তার নামে অস্ত্র ও ড্রাগের মামলা আছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পনসর করি বলে শিল্পীদের সঙ্গে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে। পার্থর নামে অনেক নারী কণ্ঠশিল্পী ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন আমার কাছে।

জামিনে মুক্ত হওয়া পার্থ গুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়