খালিদ আহমেদ: [২] শেখ হাসিনা আরও বলেছেন, ‘প্রশিক্ষণের জন্য যাতে সুন্দর পরিবেশ হয়, সেজন্য কক্সবাজারে আমরা একটা ভালো জায়গা নিয়ে একাডেমি গড়ে তুলব। একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।’
[৩] প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, প্রশিক্ষণ আপনার নেবেন। বিদেশ থেকে নেয়ার সুযোগ করে দিয়েছি। দেশের মানুষের কথা চিন্তা করে তা কাজে লাগাবেন।’
[৪] তিনি বলেন, ‘যেটা একটা সুন্দর পরিবেশে বিশ্বের সব থেকে লম্বা সি বিচ করছে বাংলাদেশে। বালুকাময় সি বিচ। এটা কিন্তু পৃথিবীতে খুব কম আছে। আমাদের এই সি বিচ কিন্তু লং সি বিচ। আমাদের লক্ষ্য আছে চট্টগ্রাম থেকে নিয়ে মেরিন ড্রাইভ গড়ে তুলব কক্সবাজারের টেকনাফ পর্যন্ত। সেই পরিকল্পনা রয়েছে।
[৫] পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা সব গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৬] তিনি বলেন, ‘আমরা সে সময় শুধু বঞ্চনার শিকার হয়েছি। একটা বাঙালি তখন সেক্রেটারি হতে পারেনি। আর সেনাবাহিনীতে আরও দুরাবস্থা ছিল। হয়তো একজন কর্নেল পর্যন্ত উঠতে পেরেছে। তার উপরে আর কেউ উঠতে পারিনি। এই বৈষম্যের শিকার আমরা ছিলাম।’
[৭] বুধবার ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।