শিরোনাম
◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ ◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে জাতির পিতার নামে প্রশিক্ষণ একাডেমি হচ্ছে: প্রধানমন্ত্রী

খালিদ আহমেদ: [২] শেখ হাসিনা আরও বলেছেন, ‘প্রশিক্ষণের জন্য যাতে সুন্দর পরিবেশ হয়, সেজন্য কক্সবাজারে আমরা একটা ভালো জায়গা নিয়ে একাডেমি গড়ে তুলব। একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।’

[৩] প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, প্রশিক্ষণ আপনার নেবেন। বিদেশ থেকে নেয়ার সুযোগ করে দিয়েছি। দেশের মানুষের কথা চিন্তা করে তা কাজে লাগাবেন।’

[৪] তিনি বলেন, ‘যেটা একটা সুন্দর পরিবেশে বিশ্বের সব থেকে লম্বা সি বিচ করছে বাংলাদেশে। বালুকাময় সি বিচ। এটা কিন্তু পৃথিবীতে খুব কম আছে। আমাদের এই সি বিচ কিন্তু লং সি বিচ। আমাদের লক্ষ্য আছে চট্টগ্রাম থেকে নিয়ে মেরিন ড্রাইভ গড়ে তুলব কক্সবাজারের টেকনাফ পর্যন্ত। সেই পরিকল্পনা রয়েছে।

[৫] পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা সব গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৬] তিনি বলেন, ‘আমরা সে সময় শুধু বঞ্চনার শিকার হয়েছি। একটা বাঙালি তখন সেক্রেটারি হতে পারেনি। আর সেনাবাহিনীতে আরও দুরাবস্থা ছিল। হয়তো একজন কর্নেল পর্যন্ত উঠতে পেরেছে। তার উপরে আর কেউ উঠতে পারিনি। এই বৈষম্যের শিকার আমরা ছিলাম।’

[৭] বুধবার ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়