শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে জাতির পিতার নামে প্রশিক্ষণ একাডেমি হচ্ছে: প্রধানমন্ত্রী

খালিদ আহমেদ: [২] শেখ হাসিনা আরও বলেছেন, ‘প্রশিক্ষণের জন্য যাতে সুন্দর পরিবেশ হয়, সেজন্য কক্সবাজারে আমরা একটা ভালো জায়গা নিয়ে একাডেমি গড়ে তুলব। একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।’

[৩] প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, প্রশিক্ষণ আপনার নেবেন। বিদেশ থেকে নেয়ার সুযোগ করে দিয়েছি। দেশের মানুষের কথা চিন্তা করে তা কাজে লাগাবেন।’

[৪] তিনি বলেন, ‘যেটা একটা সুন্দর পরিবেশে বিশ্বের সব থেকে লম্বা সি বিচ করছে বাংলাদেশে। বালুকাময় সি বিচ। এটা কিন্তু পৃথিবীতে খুব কম আছে। আমাদের এই সি বিচ কিন্তু লং সি বিচ। আমাদের লক্ষ্য আছে চট্টগ্রাম থেকে নিয়ে মেরিন ড্রাইভ গড়ে তুলব কক্সবাজারের টেকনাফ পর্যন্ত। সেই পরিকল্পনা রয়েছে।

[৫] পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা সব গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৬] তিনি বলেন, ‘আমরা সে সময় শুধু বঞ্চনার শিকার হয়েছি। একটা বাঙালি তখন সেক্রেটারি হতে পারেনি। আর সেনাবাহিনীতে আরও দুরাবস্থা ছিল। হয়তো একজন কর্নেল পর্যন্ত উঠতে পেরেছে। তার উপরে আর কেউ উঠতে পারিনি। এই বৈষম্যের শিকার আমরা ছিলাম।’

[৭] বুধবার ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়