শিরোনাম
◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগড়ে ১ ব্যক্তিকে পুড়িয়ে হত্যা আসামি গ্রেপ্তার

এমদাদ খান : [২] খাগড়াছড়ির রামগড়ে চাইথোয়াই মারমা(৬০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। আসামি শরীফ পাটোয়ারীকে বুধবার (৬অক্টোবর) খাগড়াছড়ি কোটে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

[৩] পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যায় চাইথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় শরীফ পাটোয়ারী(২৫) নামে এক যুবক আকস্মিকভাবে তার উপর হামলা চালায়। যুবকটি প্রথমে ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। পরে আহত চাইথোয়াইর গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই জ্বেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী জানান, আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

[৫] মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের জরুরি বিভাগে তাকে আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

[৬] নিহতের ছেলে অংশিউ মারমা জানান, শরীফ তাদের প্রতিবেশি। সোমবার রাত সাড়ে ১১টায় শরীফ তাদের ঘরে আগুন দিয়েছিল। এ ঘটনায় আজ মঙ্গলবার তিনি থানায় একটি লিখিত অভিযোগও দেন। অংশিউ মারমা আরও বলেন, শরীফ অনেক দিন থেকে মানসিক রোগী হিসেবে জানি।

[৭] হত্যার ঘটনায় আটক শরীফের বাবা আবু আহমেদ পাটোয়ারী জানান, তিনি সন্ধ্যায় ফেনী থেকে রামগড়ে এসে ঘটনাটি শুনেছেন। আবু আহমেদ আরও বলেন, ছেলে শরীফ বিদেশে ছিল বিদেশে থাকা অবস্থায় মানসিক রোগে ভুগছিলেন গত ২ বছর আগে বিদেশ থেকে চলে আসে। ফেনি চট্টগ্রাম ঢাকা সহ বিভিন্ন স্থানে তার মানসিক চিকিৎসা করা হয়।

[৮] রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব কর জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শরীফ পাটোয়ারীকে পুলিশ- বিজিবিসহ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে আসামীকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আইনানুগ ব্যবস্থাও নেয়া হয়েছে।

[৯] নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা রুজুর হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়