শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে বাসচাপায় পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু

আবদুল ওহাব : [২] বগুড়ার শাজাহানপুরে লিমন (২১) নামে এক পুলিশ কর্মকর্তার কলেজে অনার্স পড়ুয়া ছেলে বাসচাপাা পড়ে মৃত্যু হয়েছে।

[৩] নিহত যুবক ঢাকা সলিমুল্লাহ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা পুলিশের এসআই নুরুজ্জামান নাটোর জেলার লালপুর থানায় কর্মরত এবং শাজাহানপুরের কাটাবাড়িয়া সিব্লক এলাকার বাসিন্দা।

[৪] বুধবার (৬ অক্টোবর) শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে ঢাকা বগুড়া-মহাসড়কের বি-ব্লক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

[৫] প্রত্যাক্ষদর্শীরা জানান, মহাসড়ক দিয়ে মোটর সাইকেলে চড়ে লিমন বগুড়া শহরের দিকে যাওয়ার পথে বি-ব্লক ক্যান্টনমেন্ট ফিলিং ষ্টেশনের সামনে পৌছিলে একটি নাইট কোচ ওভারটেক করতে গিয়ে সড়কের উচুনিচুতে পিছলে পড়ে গিয়ে প্রায় ১০ ফুট দুরে ছেচড়ে যায়। এসময় দ্রুতগামী আরেকটি অজ্ঞাত নাইটকোচ লিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রান হারায়।

[৬] নিহতের মা জানায়, রাতে বন্ধুদের সাথে নিয়ে লিমন মোটর সাইকেল নিয়ে ঘুড়তে যায়। বলে যায়, ফিরে এসে খাওয়া-দাওয়া করবে। কিন্তু লিমনের আর খাওয়া হলোনা। চলে গেল পৃথিবী ছেড়ে।

[৭] হাইওয়ে পুলিশের ওসি বানিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দ্রুতগতিতে ঘাতক পরিবহনটি সটকে পড়ে। ফলে আটক করা সম্ভব হয়নি। তবে অণুসন্ধান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়