শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-কমার্স খাতকে আইনি কাঠামোতে আনতে বিদ্যমান আইনেই জোর

নিউজ ডেস্ক: দেশের ই-কমার্স খাতকে আইনি কাঠামোতে আনতে নতুন আইন বা কর্তৃপক্ষ নয়, বরং বিদ্যমান আইন ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল আরো শক্তিশালী করার পক্ষে মত এসেছে। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য গঠিত কমিটির প্রথম বৈঠকে এই মত উঠে এসেছে বলে জানিয়েছেন ওই কমিটির প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। কালের কণ্ঠ

সফিকুজ্জামান বলেন, ডিজিটাল কমার্স পরিচালনার জন্য নতুন করে আইন বা কর্তৃপক্ষ করা হবে কি না, এ নিয়ে বৈঠকে বিশদ পর্যালোচনা হয়েছে। তবে চূড়ান্ত মতামতের জন্য গঠন করা হয়েছে একটি সাবকমিটি। তিনি বলেন, এ জন্য ভোক্তা অধিকার আইন, প্রতিযোগিতা কমিশন আইন, আইসিটি আইন, বিভিন্ন ফিন্যানশিয়াল রেগুলেশন আইন পর্যালোচনা করে এসংক্রান্ত সাবকমিটি আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন কম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিব উল আলম, ই-কমার্স খাতের সংগঠন ই-ক্যাবের সভাপতি শমী কায়সারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংগঠনের প্রতিনিধিরা।

কমিটির প্রধান আরো বলেন, ‘নতুন আইন বা কর্তৃপক্ষ গঠন বেশ সময়সাপেক্ষ। এ জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে। এ ছাড়া খুব দ্রুত কার্যকর করা কঠিন। আমরা ভাবছি, ভোক্তা অধিকার বা প্রতিযোগিতা কমিশনের সঙ্গে এ বিষয়ে ফোকাস করে একটি বিশেষ উইং করা যায় কি না। কারণ ভোক্তা ও প্রতিযোগিতা কমিশনের এ ব্যাপারে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এটাও ওই সাবকমিটি পর্যালোচনা করে মতামত দেবে।’

সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল একটি পরিচালনা নির্দেশিকা (এসওপি) করেছে। এই সেলকে আরো জনবল ও প্রযুক্তি সহায়তা দিয়ে দ্রুত শক্তিশালী করার মতামতও উঠে আসে বৈঠকে।

তিনি আরো বলেন, নতুন আইন করার ক্ষেত্রে জাতীয় সংসদের অনুমোদন ছাড়াও এর আগে বিভিন্ন অংশীজনের সঙ্গে পর্যালোচনা করতে হয়।

সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগ, এফবিসিসিআই, ই-ক্যাব, বেসিসসহ মোট আট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সাবকমিটিতে থাকবেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ই-কমার্স আইন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে ১৬ সদস্যের কমিটি গঠন করে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামানকে কমিটির আহ্বায়ক এবং উপসচিব (কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলীকে সদস্যসচিব করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়