শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজস্থানকে বিধ্বস্ত করে মুম্বাইয়ের জয়, বড় ব্যবধানে হেরে প্লে অফ কঠিন হলো মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক : [২] ছোট লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রাজস্থানকেও। ৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ইশান কিষাণের ঝড়ো হাফসেঞ্চুরির ওপর ভর করে সহজেই জয় পায় মুম্বাই। তরুণ এই ব্যাটার মাত্র ২৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার ও অধিনায়ক রোহিত ১৩ বলে ২২ রান করে চেতন সাকারিয়ার বলে আউট হন। ১৩ রান করা সূর্য়কুমার যাদব মোস্তাফিজুর রহমানের শিকার হন।

[৩] মঙ্গলবার (০৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করতে পারে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৭০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।

[৪] ইতোমধ্যে প্লে অফ খেলা নিশ্চিত হয়ে গেছে তিন দলের। চতুর্থ দল কে হবে এ নিয়েই ছিল সব জল্পনা-কল্পনা ছিল। রাজস্থান রয়্যালসেরও ছিল দারুণ সুযোগ। শেষ দুই ম্যাচে জয় পেলেই হতো তাদের। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ওই পথ কঠিন হয়ে গেছে মুস্তাফিজের দলের।

[৫] টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই পেসারদের দাপটে কোনঠাসা হয়ে পড়ে রাজস্থানের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার এভিন লুইস। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন তিনি। দলের বাকিদের কেউই আর ২০ রানও করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে হারিয়ে ৯০ রানে অলআউট হয়ে যায় রাজস্থান।

[৬] মুম্বাই পেসার নাথান কোল্টার-নাইল ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ওভার পূর্ণ করে ১২ রানে ৩ উইকেট নেন জেমস নিশাম। আর জসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।

[৭] আসরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রাজস্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়