শিরোনাম
◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত? ◈ বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর! ◈ নোট অব ডিসেন্ট না রেখে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন আহমদ ◈ কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, জরুরি অবতরণেও নিষেধাজ্ঞা জারি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ১০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত  ◈ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ ◈ বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজস্থানকে বিধ্বস্ত করে মুম্বাইয়ের জয়, বড় ব্যবধানে হেরে প্লে অফ কঠিন হলো মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক : [২] ছোট লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রাজস্থানকেও। ৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ইশান কিষাণের ঝড়ো হাফসেঞ্চুরির ওপর ভর করে সহজেই জয় পায় মুম্বাই। তরুণ এই ব্যাটার মাত্র ২৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার ও অধিনায়ক রোহিত ১৩ বলে ২২ রান করে চেতন সাকারিয়ার বলে আউট হন। ১৩ রান করা সূর্য়কুমার যাদব মোস্তাফিজুর রহমানের শিকার হন।

[৩] মঙ্গলবার (০৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করতে পারে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৭০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।

[৪] ইতোমধ্যে প্লে অফ খেলা নিশ্চিত হয়ে গেছে তিন দলের। চতুর্থ দল কে হবে এ নিয়েই ছিল সব জল্পনা-কল্পনা ছিল। রাজস্থান রয়্যালসেরও ছিল দারুণ সুযোগ। শেষ দুই ম্যাচে জয় পেলেই হতো তাদের। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ওই পথ কঠিন হয়ে গেছে মুস্তাফিজের দলের।

[৫] টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই পেসারদের দাপটে কোনঠাসা হয়ে পড়ে রাজস্থানের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার এভিন লুইস। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন তিনি। দলের বাকিদের কেউই আর ২০ রানও করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে হারিয়ে ৯০ রানে অলআউট হয়ে যায় রাজস্থান।

[৬] মুম্বাই পেসার নাথান কোল্টার-নাইল ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ওভার পূর্ণ করে ১২ রানে ৩ উইকেট নেন জেমস নিশাম। আর জসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।

[৭] আসরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রাজস্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়