স্পোর্টস ডেস্ক: [২] ফিফা র্যাঙ্কিংয়ে ৮২ ধাপ এগিয়ে ভারত। তারপরেও সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ লড়াই করেছে। ১০ জন হয়ে যাওয়ার পরেও মাঠ ছেড়েছে ১-১ সমতায়। এমন ম্যাচের পর অভিনন্দন পেতেই পারে অস্কার ব্রজনের দল। সেটি করতে কার্পণ্য দেখাননি ভারতের কোচ ইগর স্টিমাক।
[৩] ক্রোয়েশিয়ান কোচ বলেন, আমি দুই দলকে অভিনন্দন জানাই। এখন পর্যন্ত সাফে সেরা ম্যাচ এটি। আমরা ম্যাচ জিততে পারিনি। দল দাপট দেখিয়েছে, এগিয়ে ছিলাম। একজন বেশি খেলোয়াড় নিয়েও ম্যাচ জেতা যায়নি। হয়তো কিছু অজানা ভুল ছিল। গোল ডট কম