শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষ আ.লীগ থেকে বাঁচার জন্য বিএনপিকে ভোট দেবে: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম ও মহসীন কবির: [২] নির্বাচনকালীন সরকার নিয়ে আবারো সরকারকে আলোচনার তাগিদ দিয়েছে বিএনপি। তবে সে আলোচনা নির্বাচনকালীন সরকার নিয়ে হবে বলে-সাফ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন পরবর্তী প্রতিক্রিয়ায় জানাতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

[৪] প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নির্যাতন ও অত্যাচার থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। করোনা মহামারিতে সরকারের ব্যর্থতার কারণে দেশের অর্থনীতি ধসে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

[৫] জিয়াউর রহমানের আমলে বিভিন্ন কু'র মাধ্যমে সেনাবাহিনীসহ অনেককে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ’৭১থেকে ’৭৫ পর্যন্ত অনেক মানুষ হত্যা হয়েছে।এর বিচার কে করবে। এছাড়া জিয়াউর রহমানের সময়ে সেনাবাহিনীতে যে কু-পাল্টা কু হয়েছে সেগুলোর বিচার সেনাবাহিনীর আদালতেই হয়েছে। এর জন্য জিয়াউর রহমান দায়ী নয়।

[৬] তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না । দলীয় সরকারের অধীনে এখনও পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। এরপর তাদের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তাহলে দেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে কিনা সেটা ভেবে দেখবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি।

[৭] জনগণের প্রয়োজনে আবারও সংবিধান পরিবর্তন করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জেনে গেছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। এজন্যই তারা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়