স্পোর্টস ডেস্ক: [২] শোকে ভেঙে পড়েছেন ফুটবল বিশ্বের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে কাছের এক বন্ধুর স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাটেডের এই ফরোয়ার্ড।
[৩] ছবির ক্যাপশনে রোনালদো লিখেন, এমন কিছু সময় আসে যখন সবকিছু পেছনে চলে যায়, এমনকি ফুটবলও। গত সপ্তাহে আকস্মা দারুণ এক মানুষ আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের প্রিয় সোরাইয়া, অসাধারণ একজন মা ও আমার জীবনের সেরা বন্ধুর স্ত্রী। এই সময়টা বেশ কষ্টের। ওপারে ভালো থেকো বন্ধু। আমরা তোকে কখনোই ভুলবো না।মার্কা