শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ মাস পর ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা কমতে থাকে, বলছে গবেষণা

রাশিদুল ইসলাম : [২] ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার এক মাস পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এর কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ, তবে চার মাস পরই তা কমে ৫৩ শতাংশে নেমে আসে। ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এ কার্যকারিতা একই সময়ের ব্যবধানে ৯৭ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে নেমে আসে। সিএনএন

[৩] ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর সংক্রমণ ঠেকাতে ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা ৮৮ শতাংশ থেকে কমে ৪৭ শতাংশে নেমে আসে।

[৪] বিশ্লেষণ বলছে, অন্তত ছয় মাস পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হওয়া ঠেকাতে ও মৃত্যু প্রতিরোধে ভ্যাকসিনটির কার্যকারিতা ৯০ শতাংশ থাকে।

[৫] গবেষকরা বলছেন, টিকার কার্যকারিতা কমে আসার কারণ উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট নয়, বরং নির্দিষ্ট সময় পর ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়া।

[৬] ফাইজার ও কেইসার পার্মানেন্টের গবেষকরা ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট সময় পর্যন্ত প্রায় ৩৪ লাখ মানুষের স্বাস্থ্য রেকর্ড নিয়ে গবেষণা চালান।

[৭] ফাইজার ভ্যাকসিনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ মেডিক্যাল অফিসার লুইস জোডার বলেন, নির্দিষ্ট ভ্যারিয়েন্ট কেন্দ্রিক বিশ্লেষণে দেখা গেছে, ফাইজারের ভ্যাকসিন ডেল্টাসহ বিদ্যমান সব ভ্যারিয়েন্ট অব কনসার্নের বিরুদ্ধেই কার্যকর।

[৮] এ গবেষণার একটি সম্ভাব্য সীমাবদ্ধতা হলো, গবেষণাটিতে অংশগ্রহণকারীদের পেশা এবং তাদের মাস্ক পরা-স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তথ্যের অভাব ছিল। এসব কারণে তাদের টেস্টিং না করানো ও ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেশি থাকে।

[৯] ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার এক মাস পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এর কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ, তবে চার মাস পরই তা কমে ৫৩ শতাংশে নেমে আসে। ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এ কার্যকারিতা একই সময়ের ব্যবধানে ৯৭ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়