শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ মাস পর ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা কমতে থাকে, বলছে গবেষণা

রাশিদুল ইসলাম : [২] ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার এক মাস পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এর কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ, তবে চার মাস পরই তা কমে ৫৩ শতাংশে নেমে আসে। ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এ কার্যকারিতা একই সময়ের ব্যবধানে ৯৭ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে নেমে আসে। সিএনএন

[৩] ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর সংক্রমণ ঠেকাতে ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা ৮৮ শতাংশ থেকে কমে ৪৭ শতাংশে নেমে আসে।

[৪] বিশ্লেষণ বলছে, অন্তত ছয় মাস পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হওয়া ঠেকাতে ও মৃত্যু প্রতিরোধে ভ্যাকসিনটির কার্যকারিতা ৯০ শতাংশ থাকে।

[৫] গবেষকরা বলছেন, টিকার কার্যকারিতা কমে আসার কারণ উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট নয়, বরং নির্দিষ্ট সময় পর ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়া।

[৬] ফাইজার ও কেইসার পার্মানেন্টের গবেষকরা ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট সময় পর্যন্ত প্রায় ৩৪ লাখ মানুষের স্বাস্থ্য রেকর্ড নিয়ে গবেষণা চালান।

[৭] ফাইজার ভ্যাকসিনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ মেডিক্যাল অফিসার লুইস জোডার বলেন, নির্দিষ্ট ভ্যারিয়েন্ট কেন্দ্রিক বিশ্লেষণে দেখা গেছে, ফাইজারের ভ্যাকসিন ডেল্টাসহ বিদ্যমান সব ভ্যারিয়েন্ট অব কনসার্নের বিরুদ্ধেই কার্যকর।

[৮] এ গবেষণার একটি সম্ভাব্য সীমাবদ্ধতা হলো, গবেষণাটিতে অংশগ্রহণকারীদের পেশা এবং তাদের মাস্ক পরা-স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তথ্যের অভাব ছিল। এসব কারণে তাদের টেস্টিং না করানো ও ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেশি থাকে।

[৯] ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার এক মাস পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এর কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ, তবে চার মাস পরই তা কমে ৫৩ শতাংশে নেমে আসে। ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এ কার্যকারিতা একই সময়ের ব্যবধানে ৯৭ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়