মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হালদা নদীতে চার দিনের মাথায় ফের ভাসমান ডলফিনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
[৩] সোমবার (৪ অক্টোবর) সকালের দিকে হালদা নদীর হাটহাজারী উপজেলার মাদার্শা রামদাইশা হাট এলাকায় ডলফিনটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ-পুলিশকে অবহিত করেন। এর আগে গত বৃহস্পতিবার নদী থেকে ৩০ কেজি ওজনের একটি ডলফিন উদ্ধারের করেন নৌ-পুলিশ। এটি ছিল হালদা নদী থেকে ৩১তম মৃত ডলফিন।
[৪] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রির্সাচ কেন্দ্রের সমন্বয়ক মনজুরুল কিবরীয়া কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ডলফিনটির প্রায় ৪০ থেকে ৪৫ কেজি ওজনের মৃত ডলফিনটি দুই দিন আগে মারা যায়, ডলফিনের দেহটি পচে যাওয়ার কারনে এটি ওই এলাকায় গর্ত করে মাটিতে চাপা দেওয়া হয়। তবে অস্বাভাবিক ভাবে হালদা নদীতে ডলফিন মারা যাওয়ার কারন নিয়ে তারা চিন্তিত আছেন।