শিরোনাম
◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:১১ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসেই খুলছে আরো ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়

শরীফ শাওন: [২] করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে হল খোলা ও কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে সরকার। ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। এছাড়াও খোলার তারিখ নির্ধারণ করেছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

[৩] চলতি মাসের প্রথম সপ্তাহে খুলেছ ঢাকা বিশ্ববিদ্যালয়। এ মাসেই খোলার তারিখ জানিয়েছে চলতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

[৪] গত মাসে খুলেছে ৬ পাবলিক বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের হল ২৪ অক্টোবর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩০ অক্টোবর খোলা হয়েছে। এছাড়াও রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

[৫] ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে খোলা হয়েছে গত মাসে। তবে চারটি প্রকৌশন বিশ্ববিদ্যালয়সহ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি মোট ৭ টি বিশ্ববিদ্যালয় এখনো খোলার তারিখ নির্ধারণ করেনি।

[৬] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন জানায়, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫১টি। তবে এর মধ্যে ৪ বিশ্ববিদ্যালয়ে এখনো কার্যক্রম শুরু হয়নি। ৩টি ব্যাতিক্রমি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়