মাকসুদ রহমান: [২] শনিবার কাবুলের এক উন্মুক্ত মাঠে প্রায় হাজার তালিবান সমর্থক জমায়েত করেন। তাদের উপস্থিতি ছিল দেশটিতে তালিবানের গনসমর্থনের প্রকাশ।এনডিটিভি
[৩] জমায়েতে ছিলেন না কোন নারী সমর্থক। কাবুলের পাহাড়ি উপকন্ঠ কোহদমান জনপদ থেকে তালিবানের আনুষ্ঠানিক সদস্যদের কথা শোনা যাচ্ছিল। উপস্থিত সমর্থকদের জন্য ছিল ছাউনি এবং আসনের ব্যবস্থা। আগতদের অনেকের কাছে ছিল হাতে তৈরি পোস্টার, এছাড়াও অনেকে পরেছিলেন লাল ও সাদা রং এর হেডব্যান্ড।
[৪] আগতদের সম্মানে প্যারেড করেন তালেবান সৈন্যরা। সৈন্যদের অনেকের হাতে ছিল অস্ত্র এবং তালেবানের পতাকা।
[৫] এএফপি সাংবাদিক জানায়, এ সময় তালিবানের এক সমর্থক নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে বাতাসে ফাঁকা গুলি ছুঁড়েন। সম্পাদনা: ফাহমিদুল কবীর