ডেস্ক নিউজ: পাবনা পৌর এলাকার মধ্যশহরের সাত্তার বিশ্বাস সুপার মার্কেটের পঞ্চম তলায় আবাসিক ভবনে একটি যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশের একটি দল। রোববার (০৩ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের একটি দল ওই আবাসিক ভবনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভবনের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কাঁচামালসহ মালিক মো. শরীফুল ইসলামকে আটক করেছে। বাংলা নিউজ২৪.কম
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম, জেলা ওষুধ প্রশাশন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ন আহম্মেদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আব্দুল হানানসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।