শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সাবরাং ও হ্নীলা ইউপি দরগাহপাড়া, দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, সাবরাং ইউপি দক্ষিণ নয়া পাড়া এলাকার মৃত শফি আহম্মদের ছেলে সাইফুল ইসলাম ও হ্নীলা ইউপি দরগাহ পাড়া এলাকার মৃত শেখ আহমদের ছেলে মুহাম্মদ ইসমাইল।

[৪] রোববার এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, রোববার সকালে থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজা ও ১হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত জিআর পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৫] এছাড়া একইদিনে থানা পুলিশের অপর একটি চৌকষ টিম হ্নীলা ইউপি দরগাহ পাড়ায় অভিযান পরিচালনা করে ১বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডে দন্ডিত সি-আর পরোয়ানাভুক্ত আসামি মুহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

[৬] তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়