শিরোনাম
◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার থেকে ঢাবিতে টিকাদান শুরু

মিনহাজুল আবেদীন: [২] বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

[৩] রোববার (০৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

[৪] জনসংযোগ বিভাগের পরিচালক মাহমুদ আলমের আগামীকাল সকাল সাড়ে ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। ১ নভেম্বর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে।

[৫] জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা অন-স্পট নিবন্ধনের মাধ্যমে প্রথম ডোজের টিকা নিতে পারবেন। এনআইডি ছাড়া এই মুহূর্তে টিকা নেওয়া যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৬] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়/সরকারি কর্মচারী হাসপাতাল/শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) নিবন্ধন করা সত্ত্বেও যারা এখনো টিকা গ্রহণ করতে পারেনি তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড প্রদর্শন করে টিকা নিতে পারবেন।

[৭] এর বাইরে অন্য কোনো কেন্দ্রে নিবন্ধন করা থাকলে শিক্ষার্থীদের সেখানেই টিকা নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যেনো দ্রুততম সময়ে টিকা গ্রহণের এসএমএস পান জন্য তালিকা প্রস্তুত করে স্বাস্থ্য অধিদপ্তরকে সরবরাহ করবে ঢাবি প্রশাসন। ক্যাম্পে গিয়ে শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করানোর পরামর্শ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

[৮] যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ১ ডোজ টিকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে নিয়েছেন, এসএমএস পেলে তারা একই টিকার (সিনোফার্ম) দ্বিতীয় ডোজ অস্থায়ী ক্যাম্প থেকে গ্রহণ করতে পারবেন।

[৯] যেহেতু অন-স্পট নিবন্ধন করতে হলে অপেক্ষমান লাইনে থাকতে হবে, তাই টিকাকেন্দ্রে আসার আগেই সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপ থেকে নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। নিবন্ধন করার সময় জেলা: ঢাকা, উপজেলা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়ার্ড-২১ এবং 'যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক' পছন্দ তালিকায় যে কোনো কেন্দ্র বাছাই করতে হবে।

[১০] যাদের এনআইডি'তে পেশা হিসেবে 'ছাত্র' নির্বাচন করা নেই, তাদের টিকাপ্রাপ্তি নিশ্চিত করার জন্য একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। তাই ক্যাম্পে সংরক্ষিত তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্যে পরামর্শ দেয়া হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়