স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসিকে হারিয়ে আর সোজা হতে পারছে না টিম বার্সেলোনা। মেসিবিহীন দলটি লা লিগায় ছন্দ হারিয়ে ফেলেছে। এবারো তারা হেরে গেছে অ্যালেতিকো মাদ্রিদের কাছে। প্রথমার্ধে দুই গোল হজম করা বার্সেলোনা পারল না পাল্টা জবাব দিতে। বল দখলে আধিপত্য করলেও ধারহীন আক্রমণে কেবল হতাশাই বাড়াল তারা। আধিপত্য ধরে রেখে অনায়াস জয় তুলে নিল আতলেতিকো মাদ্রিদ।
[৩] ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার (২ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে কোচ দিয়েগো সিমেওনের দল। তুমা লিমাঁ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেস। - গোল ডটকম