শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জিয়াউদ্দিন বাবলু

হাসান তাকী : [২] শনিবার (২ অক্টোবর) এশার নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী।

[৪] খন্দকার দেলোয়ার জালালী জানান, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা ও দাফনে পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মশিউর রহমান রাঙ্গা, তার পরিবারের সদস্য এবং দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা জানাজায় অংশ নেন।

[৪] শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে এক দফা লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

[৫] দলীয় সূত্র জানায়, তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতাসীন দলের অসংখ্য নেতা, মন্ত্রী, বিরোধী দল-বিএনপির মহাসচিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

[৬] শনিবার (২ অক্টোবর) দুপুরে প্রয়াত জিয়াউদ্দিন আহমেদের কফিনবাহী গাড়ি কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক অনুসারীরা কান্নায় ভেঙে পড়েন। ফুলে-ফুলে শ্রদ্ধা জানান জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা।

[৭] উল্লেখ্য, রবিবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় পার্টির উদ্যাগ্যে কাকরাইল কার্যালয়ের সামনে এক শোক সভার আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ স্মৃতিচারণ করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়