স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলকের চূড়ায় উঠেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি।
[৩] শনিবার (২ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা পান তিনি। কুইন্সল্যান্ডের কারারা ওভালে ভারতের নারীদের বিপক্ষে চলমান গোলাপি বল টেস্টের ১৪৩তম ওভারে পূজা ভাস্ত্রাকারকে সাজঘরে ফিরিয়ে এই রেকর্ডটি গড়েন পেরি।
[৪] ৩০ বছর বয়সী তারকা ওয়ানডেতে ৩১৩৫ রান ও ১৫২ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ১২৪৩ রানের পাশাপাশি নিয়েছেন ১১৫ উইকেট। ক্রিকইনফো