শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, দফারফার অভিযোগ

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে গিয়ে সাত্তার মিয়া (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সাত্তার মিয়া পৌর শহরের ভাদুঘর মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে। শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

[৩] এর আগে শুক্রবার বিকেলে সাত্তার মিয়াসহ অন্যান্য শ্রমিকরা ওই ভবনে কাজ করার সময় মাথায় করে অপ্রয়োজনীয় মালামাল ফেলতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান সঙ্গে থাকা শ্রমিকরা। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যান সাত্তার মিয়া। এদিকে এঘটনায় নিহতের পরিবারের সাথে ৩ লাখ টাকায় ঠিকাদারের দফারফা অভিযোগ উঠেছে।

[৪] নাম প্রকাশ না করার শর্তে ও খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতালের মর্গে না নিয়ে মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এসময় নিহতের পাশের বাড়িতে আলোচনায় বসে ঠিকাদারের লোকজন ও স্থানীয়রা। এসময় নিহতের পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হবে বলে বিষয়টি নিষ্পত্তি করা হয়। পরে ঠিকাদার সবার সামনে নিহতের পরিবারকে ৪০ হাজার টাকা নগদ দেন। বাকি ২ লাখ ৬০হাজার টাকা রোববার (৩ অক্টোবর) নিহতের পরিবারকে দেওয়া হবে বলে জানান। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে নিহতের পরিবার যেন কোনো অভিযোগ না দেন একারণে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।

[৫] এই বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ঠিকাদার আবুল মিয়া বলেন, নির্মাণধীন ভবন থেকে সাওার মিয়ার মৃত্যুর বিষয়টি এলাকার সর্দারদের নিয়ে ৩ লাখ টাকায় দফারফায় শেষ হয়েছে। তার পরিবারের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। যেন পরবর্তীতে কোন ঝামেলা সৃষ্টি করতে না পারেন।

[৬] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পরিবারের এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। আমি অফিসার পাঠিয়েছিলাম তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ার কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়