শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, দফারফার অভিযোগ

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে গিয়ে সাত্তার মিয়া (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সাত্তার মিয়া পৌর শহরের ভাদুঘর মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে। শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

[৩] এর আগে শুক্রবার বিকেলে সাত্তার মিয়াসহ অন্যান্য শ্রমিকরা ওই ভবনে কাজ করার সময় মাথায় করে অপ্রয়োজনীয় মালামাল ফেলতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান সঙ্গে থাকা শ্রমিকরা। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যান সাত্তার মিয়া। এদিকে এঘটনায় নিহতের পরিবারের সাথে ৩ লাখ টাকায় ঠিকাদারের দফারফা অভিযোগ উঠেছে।

[৪] নাম প্রকাশ না করার শর্তে ও খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতালের মর্গে না নিয়ে মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এসময় নিহতের পাশের বাড়িতে আলোচনায় বসে ঠিকাদারের লোকজন ও স্থানীয়রা। এসময় নিহতের পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হবে বলে বিষয়টি নিষ্পত্তি করা হয়। পরে ঠিকাদার সবার সামনে নিহতের পরিবারকে ৪০ হাজার টাকা নগদ দেন। বাকি ২ লাখ ৬০হাজার টাকা রোববার (৩ অক্টোবর) নিহতের পরিবারকে দেওয়া হবে বলে জানান। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে নিহতের পরিবার যেন কোনো অভিযোগ না দেন একারণে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।

[৫] এই বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ঠিকাদার আবুল মিয়া বলেন, নির্মাণধীন ভবন থেকে সাওার মিয়ার মৃত্যুর বিষয়টি এলাকার সর্দারদের নিয়ে ৩ লাখ টাকায় দফারফায় শেষ হয়েছে। তার পরিবারের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। যেন পরবর্তীতে কোন ঝামেলা সৃষ্টি করতে না পারেন।

[৬] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পরিবারের এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। আমি অফিসার পাঠিয়েছিলাম তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ার কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়