এম রায়হান চৌধুরী : [২] উপজেলার দক্ষিণ ধূরুং ও উত্তর কৈয়ারবিল ইউনিয়নের পৃথক স্থানে পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে।নিহতরা হলেন- দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ার কামাল হোসেনের পুত্র রিফাত (৪), একই ইউনিয়নের আশার হাজীর পাড়া সাদ্দাম হোসেনের কন্যা জান্নাতুল মাওয়া (১) ও উত্তর কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল হাসানের কন্যা সুমাইয়া (৩)।
[৩] শনিবার (০২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।শিশুরা খেলা করতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৪] উত্তরকৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা নিহত শিশুর চাচা নাছির বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু সুমাইয়া বাড়ির পাশে সবার অজান্তে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ